বাংলাদেশ

বাংলাদেশের জেলা সীমান্ত

০১. বাংলাদেশের সর্বউত্তরের গ্রামের নাম কী?
উত্তরঃ জোত।

০২. রাম সাগর দীঘি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।

০৩. ভারতের দখলকৃত ‘পাদুয়া’ নামক স্থানটি বাংলাদেশের কোন জেলা সীমান্তে অবস্থিত?
উত্তরঃ সিলেট।

 ০৪. ‘রৌমারী’ সীমান্ত এলাকাটি কোথায় অবস্থিত?
উত্তরঃ কুড়িগ্রাম জেলায়।

০৫. ‘বড়ইবাড়ী’ সীমান্ত এলাকাটি কোথায় অবস্থিত?
উত্তরঃ কুড়িগ্রাম জেলায়।

 ০৬.‘চিলাইহাটি’ সীমান্ত এলাকাটি কোথায় অবস্থিত?
উত্তরঃ নীলফামারী জেলায়। 

০৭. ‘বিলোনিয়া ও মহুরীগঞ্জ’ সীমান্তটি কোন জেলার অন্তর্গত?
উত্তরঃ ফেনী জেলার।

 ০৮. মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কয়টি জেলার সীমা রয়েছে?
উত্তরঃ ৩টি। রাঙ্গামাটি, কক্সবাজার ও বান্দরবান।

 ০৯. বাংলাদেশের কোন জেলাটির সঙ্গে ভারত ও মিয়ানমারের সীমা রয়েছে?
উত্তরঃ রাঙ্গামাটি জেলা (একটি)। 

১০. ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি?
উত্তরঃ ৩০টি।


বাংলাদেশের চর পরিচিতি 


০১. ‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দরবনের দক্ষিণ উপকূলে ।

০২. ‘দুবলার চর’ কেন বিখ্যাত?
উত্তরঃ মৎস্য আহরণ, শুঁটকি উৎপাদন ও উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য ।

০৩. ‘চর মানিক’ ও ‘চর জব্বার’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভোলা জেলায় ।

০৪. ‘চর নিউটন’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভোলা জেলার চরফ্যাশন থানায় ।

০৫. ‘চর আলেকজান্ডার’ কোথায় অবস্থিত?
উত্তরঃ লক্ষীপুরের রামগতিতে ।

০৬. ‘উড়ির চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সন্দ্বীপে ।

 ০৭. ‘চর শ্রীজনী’ ও ‘চর শাহাবানী’ কোথায় অবস্থিত?
উত্তরঃ হাতিয়ায় ।

০৮. ‘চর গজারিয়া’ কোথায় অবস্থিত?
উত্তরঃ লক্ষীপুরে ।

০৯. ‘মহুরীর চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ফেনী জেলায় ।

১০. ‘নির্মল চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহী জেলায় ।

১১. ‘নির্মল চর’ কী?
উত্তরঃ রাজশাহী জেলায় বাংলাদেশ-ভারত সীমান্তে ছোট এক টুকরো জমি । (দৈর্ঘ্য ৩,০০০ ফুট এবং প্রস্থ ২০০ ফুট) ।

১২. ‘চর কুকড়ি মুকড়ি’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভোলা জেলার চরফ্যাশন থানায় ।

১৩. ‘পাটনির চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দরবনে ।

১৪. বাংলাদেশের কোন নদীতে চর বেশি?
উত্তরঃ যমুনা নদীতে ।

১৫. ‘চর নিজাম’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভোলা জেলায় ।

১৬. ‘চর জংলী’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভোলা জেলায় ।

১৭. ‘চর মনপুরা’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভোলা জেলায় ।

১৮. ‘চর জহির উদ্দিন’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভোলা জেলায় ।

১৯. ‘চর ফয়েজ উদ্দিন’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভোলা জেলায় ।