বাংলাদেশ
বাংলাদেশের জেলা সীমান্ত ০১. বাংলাদেশের সর্বউত্তরের গ্রামের নাম কী? উত্তরঃ জোত। ০২. রাম সাগর দীঘি কোন জেলায় অবস্থিত? উত্তরঃ দিনাজপুর। ০৩. ভারতের দখলকৃত ‘পাদুয়া’ নামক স্থানটি বাংলাদেশের কোন জেলা সীমান্তে অবস্থিত? উত্তরঃ সিলেট। ০৪. ‘রৌমারী’ সীমান্ত এলাকাটি কোথায় অবস্থিত? উত্তরঃ কুড়িগ্রাম জেলায়। ০৫. ‘বড়ইবাড়ী’ সীমান্ত এলাকাটি কোথায় অবস্থিত? উত্তরঃ কুড়িগ্রাম জেলায়। ০৬.‘চিলাইহাটি’ সীমান্ত এলাকাটি কোথায় অবস্থিত? উত্তরঃ নীলফামারী জেলায়। ০৭. ‘বিলোনিয়া ও মহুরীগঞ্জ’ সীমান্তটি কোন জেলার অন্তর্গত? উত্তরঃ ফেনী জেলার। ০৮. মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কয়টি জেলার সীমা রয়েছে? উত্তরঃ ৩টি। রাঙ্গামাটি, কক্সবাজার ও বান্দরবান। ০৯. বাংলাদেশের কোন জেলাটির সঙ্গে ভারত ও মিয়ানমারের সীমা রয়েছে? উত্তরঃ রাঙ্গামাটি জেলা (একটি)। ১০. ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? উত্তরঃ ৩০টি। বাংলাদেশের চর পরিচিতি ০১. ‘দুবলার চর’ কোথায় অবস্থিত? উত্তরঃ সুন্দরবনের দক্ষিণ উপকূলে । ০২. ‘দুবলার চর’ কেন বিখ্যাত? উত্তরঃ মৎস্য আহরণ, শুঁটকি উৎপাদন ও...